
মোঃ আবু ছালেহ বিপ্লব
সম্পাদক
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
করেছে পুলিশ গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ধানকোড়া এলাকার একটি ছনের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম লক্ষ্মী রানী সরকার (৬০) তিনি ধানকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ সরকারের স্ত্রী।
নিহতের ছেলে বিজয় কুমার সরকার জানান, “মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বাড়ির আঙিনায় মাকে দেখতে পায় এবং মেয়েটির বাবাও বাহিরে ছিলেন কাজের জন্য এবং আমিও বাসায় ছিলাম না আমার মা শারীরিকভাবে ভীষন অসুস্থ ছিলেন।
আমার মা একজন মানসিক রোগী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়িতে ফিরে দেখি মা নেই এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, মাইকিংও করেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি।
তিনি আরও জানান যে শুক্রবার সন্ধ্যায় আমার বোন দুলালী রানী সরকার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে ছনের ক্ষেতে গিয়ে মায়ের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন পরে কাশিয়ানী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি পোষ্টমর্টেম এর রিপোর্ট হাতে পাওয়ার পরে জানা যাবে মুল হত্যার রহস্য এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান রিপোর্ট হাতে পেয়ে কাশিয়ানী থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন।