ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক দুঃখ-দুর্দশা সহ্য করতে না পেরে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন- আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০)।
রবিবার রাতে ওই দম্পতি ‘কেরির ট্যাবলেট’ খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেন। উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে আছে। নিহত আল আমিন কুড়েরপাড় এলাকার নান্নু মিয়ার ছেলে ও জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। নিহত আল আমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।
জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল।
কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর দাম্পত্য কলহ বাড়ে। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন। গতকাল রবিবার রাতে তারা একসঙ্গে কেরির ট্যাবলেট খান।
রাত ১০ টার দিকে দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। রাত একটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল আমিনও।
আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদক।
তারিখ -২৬,০৫,২০২৫ ইং
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.