মোঃ শহিদুল ইসলাম
পঞ্চগড়
জুলাইয়ের চেতনা ধারন করে বৈষম্যহীন প্রেসক্লাব গঠন করতে পঞ্চগড়ে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। সেই সাথে পঞ্চগড় প্রেসক্লাবের অবকাঠামো সহ গঠনতন্ত্র সংস্কার করে একটি আধুনিক মডেল প্রেসক্লাব গঠনে সকল সাংবাদিকরা একমত পোষন করেছেন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ে প্রেসক্লাবে জুলাই আগস্ট পরবর্তি মত বিনিময় সভায় এসব অঙ্গিকার করেন সাংবাদিকরা।
সভার শুরুতে জুলাই আগস্ট আন্দোলনে নিহতত এবং আহতদের উদ্দেশ্যে একমিনিট নীরবতা পালন করা হয়।
সভায় পঞ্চগড় প্রেসক্লাবের আহŸায়ক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সরকার হায়দারের সভাপতিত্বে পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিিিভর স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি এস এ মাহমুদ সেলিম, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক চ্যানেল ২৪ এর এ হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, বিজয় টিভির ইনসান সাগরেদ, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, এটিএন বাংলার সিদ্ধার্থ কর্মকার, বাংলা টিভির ডিজার হোসেন বাদশা, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু, বৈশাখি টিভির এ রায়হান চৌধূরী রকি, আরটিভির হারুন অর রশিদ, চ্যানেল এস আব্দুর রৌফ, আনন্দ টিভির আব্দুর রহিম, এশিয়ান টিভির কামাল উদ্দিন ,দৈনিক দিনকালের সাব্বির হোসেন, লোকায়নের বদরুদ্দৌজা প্রধান, দৈনিক অগ্রযাত্রার আরিফুল ইসলাম ইরান সহ জেলায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য দিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা আগামি দিনে পেশাদার এবং অভিজ্ঞতার ভিত্তিতে নতুন সদস্য যুক্ত করতে একমত পোষন করেন। এছাড়াও পেসক্লাবের ঘর সংস্কার, আধুনিক যুগোপযোগী সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সংবাদ কর্মীদের প্রশিক্ষন, নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন সহ সাংবাদিকদের জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনা গ্রহন করা হয়। সেই সাথে আধুনিক মডেল প্রেসক্লাব তৈরিতে জেলায় কর্মরত সকল পেশাদার সাংবাদিক ঐক্যবদ্ধ আছে বলেও জানান তারা। এদিকে জুলাই আগসটের আগে জেলার বেশ কিছু প্রথম শ্রেনী মিডিয়ার সাংবাদিকদের সদস্য না করায় বৈষম্য সৃস্টি করে সৈরাচারি আচরন করে তৎকালীন নেতৃত্ব দেওয়া হয়েছিল। আগামিতে যাতে সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃস্টি না করতে বর্তমান আহŸায়ক কমিটিকে পদক্ষেপ নেওয়ার আহŸান জানান বক্তারা।
পঞ্চগড় প্রেসক্লাবের আহŸায়ক সরকার হায়দার জানান আজকের দিনটি আনন্দের কারন জেলার সিংভাগ পেশাদার সাংবাদিকদের নিয়ে পঞ্চগড় প্রেসক্লাব মিলন মেলায় পরিনত হয়েছে। তবে এ জেলায় সাংবাদিকদের বিভক্তি করতে চায় একটি মহল। আমরা চাই পঞ্চগড় প্রেসক্লাবে সকল সাংবাদিকদের অবাধ বিচরন থাকবে। মুক্ত সাংবাদিকতা চর্চার প্রিয় ঠিকানা হবে পঞ্চগড় প্রেসক্লাব। জেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে আমরা পথ চলতে চাই। পঞ্চগড় প্রেসক্লাব সুগঠন এবং সংস্কার করতে জেলা প্রশাসন এবং রাজনীতিবীদদের সহযোগীতা কামনা করেন তিনি।
মতবিনিময় জেলায় কর্মরত জেলা ভিত্তিক প্রায় ৭০ জন সংবাদ কর্মী অংশ নেন।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.