মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়।
পঞ্চগড়ের নাবালিকা শিশুকে অপহরণের পর জোরপূর্বক বিয়ে দেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় পঞ্চগড় প্রেস ক্লাবে নাবালিকা অর্পা রানী(১১) এর পরিবার সংবাদ সম্মেলনে'র আয়োজন করেন।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা অনেকেই উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীর পরিবার জানান পঞ্চগড়ে বোদা উপজেলার জামাদার পাড়া এলাকার বাদল চন্দ্র রায়ে'র কন্যা শিশু অর্পা রানী (১১)কে ২৬ মে সোমবার ভোররাতে অপহরণ করেন একই উপজেলার থানাপাড়ার এলাকার তাপস রায়ে'র ছেলে প্রীতম রায় (২২),পরে জোরপূর্বক বিয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভুক্তির পরিবার আরো জানান পরদিন আমরা জানতে পারলে প্রশাসনের দ্বারস্থ হই এবং পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হলে প্রীতমের পরিবার পুলিশের সামনেই অর্পা রানী (১১) ও প্রীতম রায়ে'র বাল্যবিবাহ চালিয়ে যান,এক পর্যায়ের পুলিশের সামনেই অর্পা রানীর মা-বাবাকে চরমভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটায় প্রীতমের পরিবারের লোকজন।
এ ব্যাপারে বোদা থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এটি এক বছর পূর্বের মামলা চলমান মেয়েটির মা আমাদের কাছে অভিযোগ করলে আমরা মেয়েটিকে উদ্ধার করি এবং মেয়েকে মায়ের হাতে তুলে দেই পরবর্তী ছয় ঘন্টা পর মেয়েটি আবার ওই ছেলের কাছে চলে যাই।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.