তরিকুল ইসলাম বাপ্পী
বরিশাল জেলা প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের অন্যতম ব্যস্ত এলাকা নতুল্লাবাদ সড়কের সামনে, স্বপ্ন সুপার শপের বিপরীত পাশে, রোড ডিভাইডারের উপর উঠে পড়ে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় চালক সঠিকভাবে রোড ডিভাইডারটি বুঝতে পারেননি, যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় ডিভাইডারের উপর।
স্থানীয়রা আরও জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও একই স্থানে একটি মাইক্রোবাস ডিভাইডারে উঠে পড়েছিল। নিয়মিত এমন দুর্ঘটনা ঘটছে, যার মূল কারণ অপ্রতুল আলো ও সতর্কতা সংকেতের অভাব।
এই পরিস্থিতিতে বরিশাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা। তারা অনুরোধ জানিয়েছেন, দ্রুত এই এলাকায় উপযুক্ত আলোর ব্যবস্থা ও পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.