মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করা, কাইয়ুম চৌধুরী- (৩৫) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী ওই প্রতারক কে আটক করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার নারায়ণপুর গ্রামের বারেক চৌধুরীর ছেলে কাইয়ুম চৌধুরী গত ২৭ মে দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আঠিয়াবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে আখাউড়া পৌর এলাকার রাধানগরের বালুর মাঠের বসবাসকারি মোঃ আলমগীর হোসেন কে ফোন দেয়। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছে। আলমগীর কে এ জন্য দেখা করতে বলা হয়।
বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় আবার আলমগীরকে ফোন করে উপজেলা পরিষদ মাঠে আনা হয়। এ সময় আলমগীরকে ভয়-ভীতি দেখালে স্থানীয় লোকজন এসে কাইয়ুম কে আটক করতে চাইলে দৌঁড়ে পালিয়ে
যেতে চায়। এ সময় পাশেই থাকা সেনাবাহিনীর সদস্যসহ স্থানীয় লোকজন কাইয়ুম কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদক।
তারিখঃ-২৯-০৫-২০২৫ ইং
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.