ডেস্ক রিপোর্টঃ
বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২৭ মে রাতে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে, পৌরসভার কালেক্টরেট চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. শাহজামাল হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদকাঠি এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল আজিজ হাওলাদার এবং মাতা মমতাজ বেগম।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদকাঠি এলাকার 'লষ্কর বাড়ি' নামে একটি তিনতলা ভবনের নিচতলার একটি ইউনিটে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ মো. আলাউদ্দিন আহম্মেদ (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি বরিশালের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা। তার পিতা মো. আকবর আহম্মেদ হাওলাদার এবং মাতা শাহিনা বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছ।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.