মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
৩ জুন মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় সানস্কীন ক্রীম-১৪০ পিস, আইভি ক্যানুলা-৬,০০০ পিস এবং বিভিন্ন প্রকার আগরবাতি-৪৬ বক্স আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের *সিজার মূল্য ৩৮ লক্ষ ৬৩ হাজার ৩ শত* টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও ৩ জুন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ বিভিন্ন বিওপি হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কফ-১২৫ বোতল, গাঁজা-১৬ কেজি এবং বিয়ার ক্যান-২১ বোতল আটক করতঃ ব্রাহ্মণবাড়িয়া/হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া/হবিগঞ্জ সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদক।
তারিখঃ ০৩/০৬/২০২৫, ইং
মন্তব্য করুন