মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার কসবা পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ১১ জুন বুধবার বিকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও কসবা-আখাউড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গুম ফেরত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান,ও প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুযোগ্য পরিশ্রমী ও ত্যাগী নেতা সাধারণ সম্পাদক, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সিনিয়র সম্পাদক মোহাম্মদ আলী আজম, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল বাশার,
সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ মাহিন,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকলিল আজম,
কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সঞ্চালনা করেন
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন,
সাধারণ সম্পাদক আয়ুম খান,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন।
কসবা উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন, যা পুরো অনুষ্ঠানকে একটি প্রাণবন্ত ও জনসমুদ্রে রূপনেয়।
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই ঐতিহাসিক আয়োজনে আপনারা যারা দিন-রাত পরিশ্রম করেছেন, ইউনিয়ন-ওয়ার্ড থেকে ঝাঁপিয়ে পড়েছেন,আপনারাই বিএনপির শক্তি। আজকের অনুষ্ঠান প্রমাণ করেছে, কসবা-আখাউড়ার মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ।”
পুনর্মিলনী শেষে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং তাদের সমস্যা সমাধানসহ তাদের প্রত্যাশার কথা শোনেন। তিনি আরো বলেন,
এটাই বিএনপির শক্তি, এটাই গণতন্ত্রের শক্তি। কসবায় বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ, আরও অপ্রতিরোধ্য হয়ে থাকবে।
মন্তব্য করুন