সরাইলে দুই গোষ্ঠীর লোকদের সংঘর্ষে আহত শতাধিক
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে এই সংঘর্ষ চলে। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু মিয়ার গোষ্ঠীর রাজিব ও সাধুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘন্টা। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে রহিম মিয়া-(১৭), মনির মিয়া-(৩৫), ইসরাইল মিয়া-(৩০), সিরাজুল ভূইয়া-(৪৫), মজলুম ইসলাম-(৪৫), নাজমুল হক-(৫০), মাহবুব-(৩০), সাইফুল-(২৩), ইউনুছ মিয়া-(৫০), তারেক মিয়া-(২৭), ইয়ামিন-(১৪), জলিল মিয়া- (৩০), বশির মিয়া-(৩০), কুতুব আলী-(৫৫), বশির- (২০), রমুজ মিয়া-(৫৫), জিহাদ মিয়া-(২২), রিপন মিয়া-(৩০), সাকিবুল-(২০) কে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.