রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার, নাজিমখান ইউনিয়নের, সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে, ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে, মুন্না (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নার পুরো নাম মো. মুন্না হোসেন। তিনি রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাংলাবাজার ঠাকুর দান এলাকার বাসিন্দা। মো. মাহফুজার রহমান এর ছেলে। মুন্না পেশাগতভাবে খালেদ গুল কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে নাজিমখানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন। দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায়। তবে ট্রলির মালিক জাহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যদি নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়, তাহলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.