আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিশু ছাত্র খাবারের হাউজ পরিস্কার করতে গিয়ে আহত
ছাদিকুর রহমান ( সাব্বির)
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মৌলভীবাজার সদর উপজেলার সুলতান পুর এর, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা
হুসাইন রশিদ জামিল ( ১০) নামক এক শিশু খাবার হাউস ধুইতে গিয়ে আহত ,
মৌলভীবাজার সদর থানাধীন চিকরাইল গ্রাম এর মিনহাজ মিয়ার ছেলে, হুসাইন রশিদ জামিল (১০) কে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা সুলতানপুর মৌলভীবাজার আবাসিক ক্যাম্পে ভর্তি করে আরবী শিক্ষার কার জন্য , সাধারণত মাদ্রাসার ছাত্রদেরকে নিজের কাজ নিজে করার জন্য শিক্ষকরা শিক্ষা দেন সেই কারণে এই ছাত্র খাবার শেষে খাবার হাউস ধৌত করার জন্য সে সহ আরো চারজন যায়।
সেখানে থাকা, রুহুল আমিন (১৪) নামক সহপাঠী সাংবাদিকদের জানায় সাবান পানি পরে ফ্লোর পিছলা হওয়ার কারণে হঠাৎ করে সে লিপ কেটে পড়ে যায় , তাৎক্ষণিক তার মাদ্রাসার দায়িত্বশীল টিচারকে জানালে তিনি নির্দেশ দেন তারা যেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ার জন্য এবং রুহুল আমিন ( ১৪) ও তার সহপাঠী রমজান (১৩)সাহায্য নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আশে
চিকিৎসক শিশুটিকে দেখে মুখের নিচদিকে কেটে গেছে বললেন সেলাই লাগবে সাথে সাথে দুইটা বাচ্চাই ধাতবঙ্গ হয়ে গেছে এবং চিকিৎসক বললেন তোমাদের সাথে কোন গার্ডিয়ান নাই উত্তরে বাচ্চারা বলল আমাদের হুজুর আমাদেরকে পাঠাইছেন,
চিকিৎসক শাহিন আহমেদ আশপাশে তাকাইয়া দেখলেন , দুর্নীতি তালাশ নিউজ টিভির সিলেট বিভাগীয় ব্যুরো প্রদান;( ছাদিকুর রহমান সাব্বির) কে দেখে তিনি বললেন সাংবাদিক সাহেব এই বাচ্চার কোন গার্ডিয়ান আসেনি এবং তার মাদ্রাসার শিক্ষক আসেনি দুইটি নাবালক বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ না করুক বড় কোন দুর্ঘটনা হলে উনারা কি জবাব দিবে , আপনি কি বলেন আমি কি চিকিৎসা চালিয়ে যাব , উত্তরে চিকিৎসা চালানোর জন্য বললেন সাংবাদিক পরবর্তী সময়ে প্রাথমিক ঔষধ ও মাদ্রাসা পর্যন্ত গাড়ি দিয়ে পাঠিয়ে দিলেন , দুর্নীতি তালাশ নিউজ টিভির বিভাগীয় ব্যুরো প্রধান।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন দুর্নীতি তালাশ নিউজ টিভি সাংবাদিক,
এ সময় সাধুবাদ জানান উপস্থিত অনেকেই দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারকে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য
ধন্যবাদ জানান, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল মহোদয় এবং তিনি কথা দেন ভবিষ্যতে এই ধরনের এক্সিডেন্টে এ শিক্ষকরার মধ্যে যেকোনো একজন প্রতিনিধি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.