কুলাউড়া'র পাঁচপীর ঝালাই গ্রামে দিন দুপুরে শিয়াল তাড়াতে গিয়ে আহত ২জন
ছাদিকুর রহমান ( সাব্বির)
সিলেট বিভাগীয় প্রধান
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচ পীর গ্রামের শেপুল মিয়ার বাড়ির উঠোনে দুপুর ১২ টার দিকে বাচ্চারা খেলাধুলা করছে এমন সময় বাচ্চাদের চিৎকার শুনে এগিয়ে আসেন শেপুল মিয়া ও লাল মিয়া, হিংসুক শিয়াল তাদের উপর আক্রমণ করে শিয়ালকে প্রতিহত করতে গিয়ে হাতে থাকা লাঠি দিয়ে শিয়ালকে আঘাত করে শেপুল মিয়া ও লাল মিয়া।
শিয়াল পালিয়ে যাওয়ার সময় লাল মিয়াকে শিয়ালের ধারালো নখ দিয়ে আছর বসায় লাল মিয়ার উপর শেপুল মিয়া লাল মিয়াকে বাঁচাতে গিয়ে শিয়ালটি তার উপর আক্রমণ করে বসে তাকে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায় হিংস্র শিয়ালটি।
আহত শেপুল মিয়া ওলাল মিয়াকে স্বজনরা উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর জরুরী বিভাগ নিয়ে যায়,
কুলাউড়া উপজেলা কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক লাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা করে আঘাত গুরুতর না হওয়ার কারণে উনাকে চার থেকে পাঁচ ঘন্টা অবজারভেশন এর জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি দেন ও শেপুল মিয়া গুরুতর আহত দেখে রেফার করেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ,
স্বজনরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আশে চিকিৎসক শাহিন আহমেদ আপনাকে ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা করে বলেন চিন্তার কোন কারণ নেই দুই এক খেয়াল করে রাখবেন
শেপুল মিয়ার প্রতিবেশী অটোরিকশা সিএনজি চালক রফিক মিয়া বলেন এই হিংস্র শিয়াল মাঝেমধ্যেই হানাদেয় আমাদের বাড়িঘরে এবং তিনি আরো বলেন বন বিভাগের দৃষ্টি আনার জন্য
শেপুল মিয়ার বোন আঙ্গুরা বেগম বলেন আমার ভাই আজ আহত হয়েছে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাই বন বিভাগের দৃষ্টিতে আনার জন্য সাংবাদিক ভাইকে অনুরোধ করছি আপনারা বন বিভাগে জানিয়ে এই শিয়ালটি নিধন করার ব্যবস্থা করুন ।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.