ব্রাহ্মণবাড়িয়া কসবায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখোলা পশ্চিমপাড়া ও সোমবার রাতে কসবা পৌর এলাকার মাছ বাজার এবং কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখোলা দক্ষিণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার মরা পুকুর পাড় গ্রামের মোঃ নোয়াব মিয়া-(২৬) ও চাটুয়াখোলা গ্রামের আবদুল জলিল-(৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মঙ্গলবার সকালে উপজেলার চান্দখোলা গ্রামের পশ্চিমপাড়া বিজনা নদীর ব্রীজের উপর থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এছাড়াও সোমবার রাত ৯ টার দিকে পৃথক অভিযানে কসবা পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ নোয়াব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার গুদাম ঘর তল্লাশী করে ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি রাত সাড়ে ৮ টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চাটুয়াখোলা দক্ষিণপাড়ার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা বস্তা তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.