খাঞ্জাহান আলী (র.) মাজারে ভক্ত-দর্শনার্থীদের সুষ্ঠু যাতায়াতে রাস্তার সংস্কারের দাবি
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলার সদর উপজেলার শাতগুম্বুজ ইউনিয়নের অন্তর্গত বিশ্ববিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা, হযরত খাঞ্জাহান আলী (রহ.)-এর মাজার শরীফে দেশ-বিদেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন। এ বিশাল জনগোষ্ঠীর যাতায়াতের সুবিধার্থে রাস্তা মেরামত ও সংস্কারের দাবি উঠেছে।
এই প্রেক্ষাপটে সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দর্শনার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও জানান, মাজার শরীফে ভক্ত ও পর্যটকদের আগমন দিনে দিনে বাড়ছে। বিশেষ করে পবিত্র দিন বা অনুষ্ঠান উপলক্ষে অতিরিক্ত ভিড় দেখা যায়, তখন জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। এ অবস্থায় অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘবের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.