জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
তরিকুল ইসলাম ক্রাইম রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি, বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীতে "জুলাই সনদ" ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। আজ ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান বলেন, “জুলাই সনদ ঘোষণার দাবি জনগণের আত্মার সঙ্গে সম্পৃক্ত। এটি কোনো রাজনৈতিক দাবির চেয়েও বেশি, এটি জাতির প্রেরণা ও আত্মমর্যাদার প্রতীক। যারা এই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা আসলে ইতিহাস ও জাতির সাথে বেইমানি করছেন। আমরা এই মাসের মধ্যেই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জুলাই মাস আমাদের গৌরবের, আত্মত্যাগের ও সংগ্রামের প্রতীক। এই মাসে জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। তাই সরকার যদি এই সনদ ঘোষণা না করে, তবে আমরা রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সভাপতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে
আরও বক্তব্য রাখেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান নাঈম।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি: মুহাম্মাদ সিরাজুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ গাজী ত্বলহা হাসান
প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মাদ রিফাত লস্কর
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক: মুহাম্মাদ মুমিনুল ইসলাম ইমন
প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মুহাম্মাদ ইমরান মীর
কওমি মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ আবুল বশার
স্কুল ও কলেজ সম্পাদক: মুহাম্মাদ ওহিদুল ইসলাম শাওন
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ নাঈমুল ইসলাম
কার্যনির্বাহী সদস্য: মুহাম্মাদ জিহাদুল ইসলাম।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হল চত্বরে এসে শেষ হয়।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.