ফকিরহাটে এইচএসসি পরীক্ষার হলে দুই শিক্ষার্থী অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার হলে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ১০টা সকালে অনুষ্ঠিত পরীক্ষার সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন কাজী আজাহার আলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা কেয়া মনি, তিনি ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী এবং তার বাড়ি কামটা মৌভোগ, ফকিরহাট, বাগেরহাটে। অপরজন শিক্ষার্থী শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধীনে ফকিরহাট হেল্লাল উদ্দিন মহাবিদ্যালয়ের ছাত্রী ফিমা আক্তার, তার বাড়ি শুভদিয়া, কচুয়া, ফকিরহাট, বাগেরহাট।
বর্তমানে কেয়া মনির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও ফিমা আক্তার এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরদার তানভীর মাহমুদ অনিক জানান, শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, কেয়া মনির অবস্থা স্থিতিশীল হলেও ফিমা আক্তারের অবস্থা এখনও গুরুতর।
অসুস্থ শিক্ষার্থীদের পরিবার দেশবাসীর কাছে তাদের সন্তানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে ফকিরহাটবাসীসহ বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.