খুলনায় আবারও গুলি করে হত্যার চেষ্টা রোহান ২৩ নামে এক যুবককে
মোঃ শাহ নেওয়াজ/
নিজস্ব প্রতিবেদন //
দুর্নীতি তালাশ নিউজ টিভি //
৪/৭/২০২৫ রাত আনুমানিক ০১ টার দিকে রোহান নামের এক যুবককে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।
খুলনার মুজাহিদ পাড়া ৫ নং গলিতে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৩), তার বাবার নাম বাবুল শেখ। রোহানের ভাষ্যমতে তিনজন ব্যক্তি যাদের দুজনের মুখে মাস্ক ও একজন হেলমেট পরিহিত অবস্থায় তার বাসার সামনে থেকে তাকে ডেকে নিয়ে কোন কথা না বলে তার পায়ে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলিটি তার এক পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে। গুলির আওয়াজে এলাকাবাসীরা জড়ো হলে দুর্বৃত্তরা মোটরসাইকেল টান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উপস্থিত এলাকাবাসী তার চিকিৎসার জন্য তৎক্ষণাৎ খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়।
উক্ত ঘটনায় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ব্যবহার করে যার একটি কালো রং ও একটি লাল রঙের Apache RTR 4V ছিল বলে জানা যায়। তবে কে বা কারা কেন কি কারনে গুলি করে হত্যার চেষ্টা করেছিল সে বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.