বরিশালে বিএনপির কর্মসূচিতে হামলা, সংঘর্ষে আহত অন্তত ৭ জন
তরিকুল ইসলাম //
ক্রাইম রিপোর্ট //
দুর্নীতি তালাশ নিউজ টিভি //
বরিশাল প্রতিনিধি //
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অপর পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করা হয়।
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।
শনিবার কবাই ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির দিন ছিল। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের। তবে তার আগেই মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পি ও বিএনপি কর্মী রিগানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি হামলা চালায়। এতে ৬–৭ জন আহত হন। হামলাকারীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে পদদলিত করে। তারা সবাই জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারী বলে জানা গেছে।
হামলায় কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), প্রবীণ বিএনপি সমর্থক জয়দর হাওলাদার (৭০) ও বিএনপি কর্মী সুমন আকন (৫০) সহ ৬-৭ জন আহত হয়।
বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন জানান, শনিবার বিকেলে কবাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কথা ছিল। তিনি সেখানে পৌঁছার ৩০ মিনিট আগেই জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের নির্দেশে তার ক্যাডার বাহিনী হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের মারধর ও আহত করেই ক্ষান্ত হয়নি তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাঙচুর করেছে।
এ বিষয় জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কবাই ইউনিয়নের ঘটনাটি বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন অবহিত করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.