“বরিশাল সিটি করপোরেশনের ১২ কার্যনির্বাহী কর্মকর্তার ওপর দুদকের তীব্র নজরদারি”
তরিকুল ইসলাম //
ক্রাইম রিপোর্ট //
দুর্নীতি তালাশ নিউজ টিভি //
বরিশাল প্রতিনিধি //
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিভিন্ন দপ্তরে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে এবার নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে পাঁচটি দপ্তরে সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ পেয়েছে সংস্থাটি। দপ্তরগুলো হলো প্রকৌশল শাখা, সার্ভে শাখা, প্ল্যান শাখা, ট্রেড লাইসেন্স শাখা ও বাজার শাখা। এসব দপ্তরের ১৮ কর্মকর্তার নানা তথ্য-উপাত্ত চেয়ে তলব করেছে দুদক। দুদকের নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে অন্তত ১২ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের বরিশাল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাইউম হাওলাদার বিষয়টি তদন্ত করছেন।
দুদকের পাঠানো নোটিশে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তার কাছে উন্নয়ন প্রকল্পে অনিয়ম, বরাদ্দ ও কেনাকাটায় দুর্নীতি এবং চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। সাবেক দুই মেয়রের আমলের নিয়োগ ও ব্যয়বিবরণী নিয়েও জানতে চেয়েছে কমিশন।
দুদকের বরিশালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের কাছে অভিযোগ রয়েছে—বিসিসিতে যত বরাদ্দ হয় তার বড় অংশ প্রকৌশল শাখায় হওয়ার সুযোগে সেখানে লুটপাট চলে দেদার। করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হুমায়ুন কবির এ শাখার দুর্নীতির মূল হোতা। তিনি সব উন্নয়নকাজে ঠিকাদারের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে থাকেন।
সূত্র জানায়, সিটি করপোরেশনের অডিটরিয়াম নির্মাণে অনিয়মের তদন্তেও হুমায়ুন কবিরের নাম আসে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাবেক সহসভাপতি হওয়ায় হুমায়ুন কবির সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং খোকন সেরনিয়াবাতের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। বর্তমান প্রশাসক রায়হান কাওছারেরও আস্থাভাজন তিনি।
এসব বিষয়ে জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হুমায়ুন কবিরকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
করপোরেশনের হাট-বাজার শাখা নিয়েও নানা অভিযোগ উঠেছে। এ শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলামের বিরুদ্ধে দোকান দখল ও ভাড়াটেদের হয়রানি করার অভিযোগ পেয়েছে দুদক। সিটি মার্কেটের দুটি দোকানের ভাড়াটিয়া ফয়সাল কবির সম্প্রতি ওই লিখিত অভিযোগ
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.