মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি শাহজান সম্পাদক সুরমান
ছাদিকুর রহমান (সাব্বির)
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়লেখা উপজেলা বড়লেখা সদর ইউনিয়ন শাখার ৫ জুলাই দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি শাহজান চৌধুরী, সহ সভাপতি আজিজুর রহমান, সাধারাণ সম্পাদক সুরমান আলী, সহ সাধারাণ সম্পাদক বাহার উদ্দীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক আজাদ আলী।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ইতিমধ্যে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গনির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় প্রথম অধিবেশন সম্পন্ন হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য জননেতা আব্দুল হাফিজ, উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদিন, সিঃ যুগ্ম আহবায়ক নছিব আলী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খছরু,বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম মামুন, মঈন উদ্দিন সহ প্রমূখ।
বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সরব উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে উপজেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জনাব জয়নাল আবেদিন চেয়ারম্যানের নেতৃত্বে কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ অনুষ্টিত হয়।
মন্তব্য করুন