মৌলভীবাজারে আজকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত জুলাই উইমেন্স ডে
ছাদিকুর রহমান (সাব্বির)
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মৌলভীবাজারে প্রথমবারের মতো বিপুল উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো জুলাই উইমেন্স ডে ২০২৫, যা স্থানীয় নারী সমাজে নতুন উদ্দীপনা ও সাহসের বার্তা ছড়িয়ে দিয়েছে।
১৪ জুলাই সোমবার, শহরের একটি অভিজাত মিলনায়তনে এই বিশেষ আয়োজনের আয়োজন করে জেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজার জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘নারীর অগ্রগতি ছাড়া কোনো সমাজের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। আমাদের প্রত্যেককে নারী শক্তিকে সম্মান ও সমর্থন করতে হবে।’’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমেদ এবং এনসিপি-এর সমন্বয়কারী ফাহাদ আলম। তারা নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের উপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের নারী প্রজন্মকে এগিয়ে যেতে উদ্দীপ্ত করেন।
আয়োজনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী ও তরুণী। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে রঙিন ও প্রাণবন্ত করে তোলে। বর্ণিল ব্যানার, প্রেরণাদায়ক স্লোগান এবং ফুলের শোভায় সজ্জিত মঞ্চজুড়ে বারবারই ধ্বনিত হয়েছে একটাই বার্তা — ‘‘জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না।’’
অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং প্রেরণামূলক অভিজ্ঞতা বিনিময়। পুরো আয়োজনজুড়ে ছিল এক ইতিবাচক, উদ্দীপ্ত ও অনুপ্রেরণামূলক আবহ।
অংশগ্রহণকারীদের অভিমত অনুযায়ী, এই আয়োজন তাদের আত্মবিশ্বাসের জ্বালানি জুগিয়েছে এবং সমাজে আরও দৃঢ়ভাবে কাজ করার প্রেরণা দিয়েছে।
মৌলভীবাজারের ইতিহাসে জুলাই উইমেন্স ডে ২০২৫ নারী জাগরণের এক নতুন অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে — এমনটিই প্রত্যাশা করছেন সকলে।
মন্তব্য করুন