পুলিশকে মারধর করে পালালেন ধর্ষণ মামলার আসামি, গ্রেপ্তার ৬ সহযোগী
তরিকুল ইসলাম //
ক্রাইম রিপোর্ট //
দুর্নীতি তালাশ নিউজ টিভি //
বরিশাল প্রতিনিধি //
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় ধর্ষণ মামলার আসামি ও বিএনপির সাবেক নেতা কবির আহম্মদ চৌধুরীর পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর ধর্মপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৫২), আবুল কাশেমের স্ত্রী সাহেনা আক্তার (৫০), তাদের ছেলে মোবারক হোসেন (১৭), আবু তাহেরের স্ত্রী রহিমা আক্তার (৩৫), আবুল বাশারের স্ত্রী জেসমিন (৪৩) এবং রবিউল হকের স্ত্রী ফারহানা জাহান নোভা (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া থানার পুলিশ একটি ধর্ষণ মামলার আসামি কবির আহম্মদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায় গত মঙ্গলবার রাতে। এ সময় কবিরকে আটক করা হলেও, হঠাৎ তার স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং এই সুযোগে কবির হাতকড়াসহ পালিয়ে যায়। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হন। পরে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশ।
এদিকে, আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার জানান, কবির আহম্মদ পূর্বে সংগঠন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। দলীয় যোগাযোগ থাকলেও, এমন ঘটনার পর তার স্থায়ী বহিষ্কারের বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান বলেন, “ছাগলনাইয়া থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি কবির আহম্মদকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তার আত্মীয়স্বজন হামলা করে পুলিশকে বাধা দেয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কবিরকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।”
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.