রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদাবাজি।
মোঃ খাইরুল ওয়ারা,
জেলা প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে বিএনপির রাজনৈতিক পরিচয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ আলী আজগর ও মঈনউদ্দীনের বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল খালেক চৌধুরীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত আলী আজগরের বিরুদ্ধে সম্প্রতি রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জানা যায়, বর্তমানে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে চাঁদা দাবি করছেন।গত
শুক্রবার ১৮ জুলাই ২০২৫ মিটাছড়ি বাজারে শাপলাপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের একজন নেতার সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডায় জড়ান আলী আজগর ও তার সহযোগী মঈন উদ্দিন। অভিযোগ রয়েছে, তারা স্থানীয়ভাবে বসবাস করতে হলে নির্ধারিত অঙ্কের চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়েছেন। চাঁদা না দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে মারধর করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজগর দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নৌকা প্রতীকের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। কক্সবাজারের বহুল আলোচিত বাকঁখালী নদী দখল বিরোধী উচ্ছেদ অভিযানে খালেক চেয়ারম্যানকে রক্ষা করতে তাকে দেখা যায়।
তবে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে আলী আজগর নিজেকে বিএনপি নেতা দাবি করে আসছেন, এবং এই পরিচয়ে স্থানীয় আওয়ামীপন্থী নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শাপলাপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আলী আজগর ও মইন উদ্দিন বিএনপির কোনো কমিটি বা দলীয় পদবী নাই। দলীয় নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। স্থানীয় বিএনপি ও প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী ও সাধারণ এলাকাবাসী।
মন্তব্য করুন