কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় ইউনিয়নের সাতানী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সাম্প্রতিক সকল পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। মিছিল ও সমাবেশের তত্ত্বাবধান করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির, মহিলা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি লীনা পারভীন, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, যুবদল সভাপতি নাজমুল হাসান রুবেল, রিপন সিকদার, ইউনুস মুন্সি, রফিক সিকদার, কৃষকদল নেতা আব্দুল বারেক হাওলাদার, যুবদল নেতা সালাহউদ্দিন রাসেল, শ্রমিক দল আওরাবুনিয়া ইউনিয়ন সভাপতি কালাম জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাদাত, রিপন হাওলাদার, মোস্তফা, লাল মিয়া, কৃষকদল নেতা নজরুল সিকদার, হানিফ রানা, নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ সমাবেশে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের প্রাণ। তাদের বিরুদ্ধে কোনো কটূক্তিমূলক বক্তব্য ও মিথ্যা অপপ্রচার বরদাশত করা হবে না। তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠনকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। তবে যদি কোনো ব্যক্তি দলের পদে থেকে আওয়ামী দোসরদের পুনর্বাসনের দায়িত্ব নেন, তাহলে তাকে রাজাপুর-কাঁঠালিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিহত করা হবে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.