রাজাপুরে অটোচালকদের উপর চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে অটোচালকদের উপর চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় অটোচালকরা। রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাইপাস মোড় সংলগ্ন আঙ্গারিয়া সড়কের অটোস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নিরব খন্দকার, মোঃ তারেক, জামাল খান, মোঃ কাওসার, মোঃ জিহাদ হাসান, মিথুনসহ অটোচালক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অটোচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর ও হয়রানি করা হচ্ছে। সম্প্রতি এমনই এক হামলার ঘটনায় কয়েকজন চালক আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, চাঁদাবাজি ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি অটোচালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.