রাজাপুরে মিথ্যা মামলা ও খালে বাঁধ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং এলাকাবাসীর ব্যবহারের একমাত্র খালের পানির প্রবাহ বন্ধের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফারজানা আক্তার, হ্যাপী বেগম, মোস্তফা তালুকদার, শফি তালুকদার, ইমাম হোসেন তালুকদার, আব্দুর রহমান, অ্যাডভোকেট সোবাহান তালুকদার, আবুল হোসেন তালুকদারসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘিগড়া এলাকার মৃত আকরাম হোসেন তালুকদারের ছেলে মোঃ আঃ হান্নান তালুকদার প্রায় দুই শতাধিক পরিবারের ব্যবহৃত সরকারি খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছেন। ফলে চাষাবাদ, দৈনন্দিন কাজ এবং ঘরের ব্যবহারের পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
বক্তারা আরও বলেন, খাল থেকে বাঁধ অপসারণের দাবি জানালে হান্নান তালুকদার প্রতিবাদকারীদের দমন করতে এলাকার প্রায় অর্ধশত মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
মানববন্ধন শেষে খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা ও হান্নান তালুকদারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
মন্তব্য করুন