বরিশালে মাদক সাম্রাজ্যের মূল জুটি ধরাশায়ী—ডিবি অভিযানে আটক স্বামী-স্ত্রী
✍️ নিউজ
তরিকুল ইসলাম | বরিশাল প্রতিনিধি
দুর্নীতি তালাশ নিউজ টিভি
বরিশাল নগরীতে গোপন অভিযানে ধরা পড়লো আলোচিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী জুটি জুতি আক্তার ও মুন্না ফরাজী। গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে সোমবার রাতে ভাটারখাল কলোনি থেকে ২ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা সহ গ্রেপ্তার করা হয় এই মাদক কারবারিদের।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি ভাটারখাল এলাকাকে মাদক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিকেল থেকেই অভিযান চালানো হয়। ডিবির পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাতেনাতে ধরা পড়ে তারা। এ সময় তাদের কাছ থেকে মাদকের চালান ছাড়াও নগদ অর্থ জব্দ করা হয়।
তদন্তে উঠে এসেছে, মুন্না ও জুতি এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা বিচারাধীন। অতীতে তারা নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুরে অবস্থান করে মাদক সিন্ডিকেট চালাতো। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এবং প্রভাবশালীদের মদদে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই জুটি পুরো ভাটারখালকে মাদকের আখড়ায় পরিণত করেছিল। তারা প্রতিবেশীদের হুমকি দিয়ে কার্যক্রম চালাতো এবং মাসোহারা দিয়ে রাজনৈতিক আশ্রয় নিশ্চিত করত। এলাকার মানুষ মনে করছেন, ডিবি পুলিশের এই অভিযান তাদের জন্য এক ধরনের স্বস্তি এনে দিয়েছে।
তবে স্থানীয়দের শঙ্কা, আগের মত তারা যদি জামিনে বেরিয়ে পড়ে, তাহলে আবারও এলাকায় মাদকের থাবা বিস্তার করতে পারে। এজন্য তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই চিহ্নিত অপরাধীরা দীর্ঘমেয়াদে আইনের আওতায় থাকে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.