মৌলভীবাজারে বিএনএসবি চক্ষু হাসপাতালের হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।
ছাদিকুর রহমান (সাব্বির)
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আজ ০১ আগষ্ট শুক্রবার হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, ডা: ছাদিক আহমদসহ প্রমূখ।
উল্লেখ্য বিএনএসবি চক্ষু হাসপাতালে ৩০০ শয্যাবিশিষ্ট ৮ তলা ভবন স্থাপন করা হবে। তার মধ্যে প্রশাসনিক ভবনও থাকবে।
এ সময়ে স্থানীয়, হাফেজ মাহাদী হাসান বলেন, মৌলভীবাজারে এরকম ৩০০ শয্যা বিশিষ্ট চক্ষু হাসপাতাল হলে রোগীদের ভোগান্তি কমবে এবং বাংলাদেশের অন্যতম একটি চক্ষু হাসপাতাল হিসাবে গণ্য করা হবে তার জন্য ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে।
মন্তব্য করুন