খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় দুষ্কৃতকারীদের ছুরির আঘাতে মনোয়ার হোসেন নামে এক যুবক খুন হয়েছে
মোঃ শাহ নেওয়াজ//
নিজস্ব প্রতিবেদন //
দুর্নীতি তালাশ নিউজ টিভি
খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন সবুজ বাগ এলাকায় মনোয়ার হোসেন নামের এক যুবক দুষ্কৃতকারীদের ধারালো ছুড়ার আঘাতে নিহত হয়েছেন
১/ ৮/ ২০২৫ তাঁরিখ আগস্ট শুক্রবার রাত ৯ টার সময় এই ঘটনা ঘটে নিহত মনোয়ার জামাল হাওলাদার ছেলে তিনি পেশায় রংয়ের ঠিকাদার ছিলেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান প্রাথমিক তদন্ত করে জানা গেছে রাত ৯ টার দিকে ৩ যুবক মনোয়ারের বাড়িতে আসে কথোপকথনে এক পর্যায় তাদের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরীর
আঘাত করে এতে টগর মাটিতে লুটিয়ে পড়েন টগরের চিৎকার শুনে এলাকাবাসী ছুটি এলে
হামলা কারীরা পালিয়ে যায় পড়ে টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন
সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই জানান হত্যাকারীরা
আগে থেকে পরিচিত ছিল এবং হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে
বলে তিনি জানিয়েছেন
মন্তব্য করুন