পুলিশের সামনে কুপিয়ে হত্যা: বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা লিটু নিহত, পরিবারের ৩ জন আহত
তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
দুর্নীতি তালাশ টিভি
বরিশাল প্রতিনিধি
বরিশালের সদর উপজেলার কাশিপুরে পুলিশের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একই ঘটনায় তার বৃদ্ধা মা, ভাই ও বোন গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে লিটুর মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি গ্রামে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিটু নগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ছিলেন। পারিবারিক বিরোধের জেরে তার বোন মুন্নি বেগমের স্বামী জাকির হোসেন গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল মামলা-পাল্টা মামলা।
মুন্নি বেগম জানান, জামিনে বাড়ি ফেরার পর একদল লোক পুলিশের সামনেই হামলা চালায়। লিটুকে কুপিয়ে হত্যা করা হয় এবং তার মা, ভাই ও তিনিও গুরুতর জখম হন। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, লুট করে মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পুলিশের এসআই শহীদুল ইসলাম পিকআপে উঠে এলাকা ত্যাগ করছেন। জনতা তাকে অনুরোধ করলেও তিনি কোনো প্রতিরোধ গড়েননি বলে অভিযোগ রয়েছে।
এসআই শহীদুল দাবি করেন, তিনি একটি মামলার তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন, এবং ফিরে এসে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তারা বলেন, পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলাকারীরা নির্বিঘ্নে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা ও ভাঙচুর চালায়।
ওসি জাকির শিকদার জানান, বিষয়টি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। দুই পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। লিটুর বিরুদ্ধে জাকির গাজীকে আটকে রেখে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. রিয়াদ হোসেন জানান, ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর রয়েছে।
পুলিশের সামনে কুপিয়ে হত্যা: বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা লিটু নিহত, পরিবারের ৩ জন আহত
তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
দুর্নীতি তালাশ টিভি
বরিশাল প্রতিনিধি
বরিশালের সদর উপজেলার কাশিপুরে পুলিশের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একই ঘটনায় তার বৃদ্ধা মা, ভাই ও বোন গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে লিটুর মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি গ্রামে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিটু নগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ছিলেন। পারিবারিক বিরোধের জেরে তার বোন মুন্নি বেগমের স্বামী জাকির হোসেন গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল মামলা-পাল্টা মামলা।
মুন্নি বেগম জানান, জামিনে বাড়ি ফেরার পর একদল লোক পুলিশের সামনেই হামলা চালায়। লিটুকে কুপিয়ে হত্যা করা হয় এবং তার মা, ভাই ও তিনিও গুরুতর জখম হন। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, লুট করে মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পুলিশের এসআই শহীদুল ইসলাম পিকআপে উঠে এলাকা ত্যাগ করছেন। জনতা তাকে অনুরোধ করলেও তিনি কোনো প্রতিরোধ গড়েননি বলে অভিযোগ রয়েছে।
এসআই শহীদুল দাবি করেন, তিনি একটি মামলার তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন, এবং ফিরে এসে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তারা বলেন, পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলাকারীরা নির্বিঘ্নে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা ও ভাঙচুর চালায়।
ওসি জাকির শিকদার জানান, বিষয়টি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। দুই পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। লিটুর বিরুদ্ধে জাকির গাজীকে আটকে রেখে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. রিয়াদ হোসেন জানান, ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর রয়েছে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.