মৌলভীবাজার জুড়িতে ৮ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু
ছাদিকুর রহমান (সাব্বির)
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার, কামাল মিয়ার ছেলে নাদিম ইসলাম (৮) মাদ্রাসায় পড়া ছাত্র, দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকার সময় তার, পিতা কামাল মিয়া ও নাদিম ইসলাম (৮) সহ জুম্মার নামাজের উদ্দেশ্যে বাড়ি হইতে রওয়ানা করেন। কিছু দুর যাওয়ার পর নাদিম ইসলাম তাহার পিতাকে বলে আব্বা তুমি যাও আমি পরে আসতেছি। তখন তাহার পিতা নামাজে চলে যায়। ভিকটিমের পিতা জুম্মার নামাজ শেষ করিয়া বাড়িতে আসিয়া তাহার ছেলেকে দেখতে না পেয়ে ঘরসহ আশেপাশের ঘরে খোজাখুজি করিতে থাকে। খোজাখুজি করার একপর্যায়ে তাহার ছেলের পড়নের জামা ও জুতা তাহের আলী মেম্বারের বাড়ির সামনে ইউপি রাস্তা সংলগ্ন খালের পাড়ে দেখিতে পাইয়া তিনি সাথে সাথে উক্ত খালের পানিতে নামিয়া খোজাখুজি করিতে থাকে। একপর্যায়ে তাহার ছেলের লাশ উক্ত খালের পানিতে ডুবন্ত অবস্থায় পাইয়া পানি হইতে তুলিয়া তাৎক্ষনিকভাবে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যান।
কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাহার ছেলেকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপতালে রেফার্ড করে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর কর্তব্যরত চিকিৎসক, মৃত্যু ঘোষণা করেন , চিকিৎসক বলেন ,
তাহার ছেলে ০১-০৮-২০২৫খ্রি. দুপুর অনুমান ১২.৪৫ হইতে দুপুর ০২.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় খালের পানিতে পড়িয়া মৃত্যু বরণ করিয়াছে।
সাংবাদিকদের বলেন, জুড়ী থানার এসআই ইদ্রিছ মিয়া, আমি
উক্ত ঘটনার সংবাদ পাইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া বিস্তারিত তদন্ত করেন। স্থানীয় তদন্তে উক্ত ভিকটিমের মৃত্যুর বিষয়ে কোন শোভা সন্দেহ নাই। ভিকটিমের আত্মীয় স্বজনদেরও উক্ত মৃত্যুর বিষয়ে কোন শোভা সন্দেহ বা অভিযোগ না থাকায় উক্ত ভিকটিমের লাশ বিনা ময়নাতদন্তে দেওয়া যেতে পারে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.