রাজাপুরে অবৈধ জাল জব্দ ও ধ্বংস : চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল ও বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ মোট ২৬টি জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন খাল-বিলে ২২টি চায়না দুয়ারি জাল ও ৪টি ভেসাল জাল এবং পুটিয়াখালি বাজারের তিনটি দোকান থেকে আনুমানিক ৮ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারিরা অংশগ্রহণ করেন।
জব্দ করা জালসমূহ উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, “চায়না দুয়ারি জাল আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল মাছের প্রজনন ও প্রাকৃতিক ভারসাম্যে ভয়াবহ ক্ষতি করে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অবৈধ জাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছিল এবং বাজারে অবৈধ জাল বিক্রির মাধ্যমে প্রজনন মৌসুমে বিপর্যয় সৃষ্টি করছিল। এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.