১০০ টাকার সিট, তবু চিকিৎসা মেলে না”—শেরেবাংলা মেডিকেলে নার্সদের অবহেলায় শিশুর মৃত্যু
তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
দুর্নীতি তালাশ নিউজ টিভি
বরিশাল প্রতিনিধি
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের অবহেলায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ করেছে, জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুটিকে চার ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
ঘটনার সময় পরিবারের সদস্যরা নার্সদের বারবার ডাকলেও তারা গুরুত্ব দেননি। একপর্যায়ে শিশুটির অবস্থা খারাপ হয়ে গেলে মৃত্যু ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মানসিকভাবে ভেঙে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়।
এদিকে অভিযোগ রয়েছে, হাসপাতালের সাধারণ ওয়ার্ডে প্রতিটি সিটের জন্য নার্সদের মাধ্যমে ১০০ টাকা করে নেওয়া হয়। সরকারি হাসপাতালে এই ধরনের অনৈতিক অর্থ আদায় এবং সেবার ঘাটতি দুই মিলে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।
হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, সচেতন মহল এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
উপদেষ্টা মণ্ডলী: খন্দকার মোহাম্মদ আলী বাবু, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম
৬৯৫/১০, সড়ক নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সম্পাদক: মোঃ আবু ছালেহ বিশ্বর
ব্যবস্থাপন-সম্পাদক: মোঃ শাহ নেওয়াজ
বার্তা-সম্পাদক: মাহমুদুল হাসান
নির্বাহী-সম্পাদক: মোঃ আল আমিন সরকার
মানবাধিকার বিষয়ক সম্পাদক: আব্দুর রশিদ
Copyright © 2025 দুর্নীতি তালাশ. All rights reserved.