রাজধানীতে ইনচার্জ ছাড়া অন্য পুলিশের মোবাইল ব্যবহার না করার নির্দেশ।
- আপডেট সময় : ০৮:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
দায়িত্ব পালনের সময় ঢাকা মহানগরে পুলিশের সদস্যদের মধ্যে শুধুমাত্র ইনচার্জ কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি রয়েছে।
অন্য সকল পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি পুলিশ সদস্যদের দায়িত্বকালীন মোবাইল ব্যবহারের কারণে সতর্ক নজরদারি ও দক্ষতা ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ফলে, পুলিশ থাকা সত্ত্বেও জনগণ ও পুলিশ কর্মীদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা
নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম প্রতিরোধ করা।
এই নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গের অপরাধ হিসেবে গণ্য হবে।
অপরাধী পুলিশ কর্মীর বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১০ নভেম্বর, ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে
এই পদক্ষেপ নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের দক্ষতা, সতর্কতা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



















