বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের সাধেরবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জমশেদ শেখ (৬২)। তিনি ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জমশেদ শেখ সকালে পিলজংগের বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সাধেরবটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির অজ্ঞাত একটি পরিবহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ভাই ইমরান শেখ জানান, সকালেই বাজার থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, “মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনাটি আমি এখনও আনুষ্ঠানিকভাবে জানি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাউজ- ৯৬৯ ফ্লোর- ০৩ রোড- ১৫ এভিনিউ ০২ DOHS মিরপুর ঢাকা-১২১৬ বাংলাদেশ ।
Email: durnititalashnewstv2025@gmail.com
Hotline: 01576590858
Whatsapp: 01713780618
২০২৫© সর্বস্বত্ব সংরক্ষিত © দুর্নীতি তালাশ নিউজ টিভি