নেত্রকোনার কেন্দুয়ার গন্ডা ইউনিয়নে একই পরিবারের তিনজনের পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল চাচার মৃত্যুর পর আজই পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তার ভাতিজা ও নাতনি।
পরিবার সূত্রে জানা যায়, গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানউদ্দিন মোহাম্মদ তমজিদ ভুইয়া গতকাল ১৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে মৃত্যুবরণ করেন। আজ ১৫ নভেম্বর ২০২৫, ঠিক পরের দিন, একই বাড়িতে সকাল ১১টা ২০ মিনিটে ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা।
ঘটনা সূত্রে জানা যায়, মরহুম তমজিদের ভাতিজা সাদ (৭), পিতা—ফেরদৌস এবং নাতনি তাসফিয়া (৬), মাতা—স্মৃতি আক্তার; দুই শিশুই আজ বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়।
সকাল সাড়ে ১১টার দিকে সাদের পিতা ফেরদৌস বাড়ির সামনে পুকুরপাড়ে ধানের খড় শুকাচ্ছিলেন। সহযোগিতার জন্য তিনি সাদকে ডাকেন। সাদ, তাসফিয়া এবং তাদের সঙ্গে থাকা আরেক শিশু পুকুরের পাড় ধরে এগিয়ে আসার সময় তাসফিয়া হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। সাতার না জানায় তাসফিয়া ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে সাদ পুকুরে ঝাঁপ দেয়।
সঙ্গে থাকা অপর শিশু দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন ছুটে এসে কিছুক্ষণের মধ্যেই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।
একই বাড়িতে পরপর তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। স্থানীয়দের মতে, এমন মর্মান্তিক দৃশ্য বহু বছরেও দেখা যায়নি।
মোঃ আব্দুল আউয়াল খান
০১৭৭৭৮৪৮৪১৩
হাউজ- ৯৬৯ ফ্লোর- ০৩ রোড- ১৫ এভিনিউ ০২ DOHS মিরপুর ঢাকা-১২১৬ বাংলাদেশ ।
Email: durnititalashnewstv2025@gmail.com
Hotline: 01576590858
Whatsapp: 01713780618
২০২৫© সর্বস্বত্ব সংরক্ষিত © দুর্নীতি তালাশ নিউজ টিভি