চাকসুর উদ্যােগে “Clean Campus Day with CUCSU” কর্মসূচি পালন
- আপডেট সময় : ১০:০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

My Campus, My responsibility’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যােগে এবং ক্যাম্পাসের ৬টি পরিবেশবাদী সংগঠনের সহায়তায় Clean Campus Day with CUCSU কর্মসূচি পালন করা হয়।
রবিবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টায় চবি শহীদ মিনার প্রাঙ্গণে “Clean Campus Day with CUCSU” কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
পচবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এই ক্যাম্পাসে আগের ময়লা আবর্জনার স্তপগুলো এখন নেই। পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে। এ সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষার্থীদের অবদান রয়েছে। এ সুন্দর পরিবেশ ধরে রাখতে হবে। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে সচেতন হলে পরিচ্ছন্ন সুন্দর ক্যাম্পাস গড়া সম্ভব।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখুক, নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোক। আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিরল একটি ক্যাম্পাস। এমন নান্দনিক ক্যাম্পাস অন্য কোথাও নেই। এই ক্যাম্পাস যদি আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে সুন্দর সবুজ ক্যাম্পাস হিসেবে এটা গড়তে পারবো।
ক্যাম্পাসের ১২টি পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। স্থানগুলো হলো, চবি রেলস্টেশন, নতুন কলা অনুষদ, পুরাতন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, বুদ্ধিজীবী প্রাঙ্গণ, ছাত্রী হলসমূহ, বোটানিক্যাল গার্ডেন, গোল চত্বর, ছাত্র হলসমূহ ও চাকসু প্রাঙ্গণ। সহায়তাকারী ছয়টি সংগঠনগুলো হলো, চবি গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, চবি ক্যারিয়ার ক্লাব, কনজ্যুউমার অ্যাকোসাইজেশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, Reduce, Reuse, Recycle (3R) ও পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং ফেডারেশন।























