খুনি কেটু মিজানের জেল নালিশ ‘আয়নাঘর’
- আপডেট সময় : ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার অন্যতম আসামি খুনি কেটু মিজানের জেল নালিশ ‘আয়নাঘর’ অভিযোগে তোলপাড় হয়েছে গাজীপুর আদালত পাড়া।সোমবার (১ ডিসেম্বর) গাজীপুর আদালতে হাজিরা দিতে এসে প্রিজন ভ্যানে উঠার মুহূর্তে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেটু মিজান। তিনি বলেন, গাজীপুর জেলা কারাগারকে আয়নাঘর বানাইছে।
কুত্তার মতো মারধর করে। সাংবাদিক ভাইয়েরা একটু খোঁজ নেন।
অপরদিকে প্রশ্ন উঠেছে,
যে মানুষটি গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে, আজ সেই সাংবাদিক সমাজের কাছেই কারাগারের বিরুদ্ধে ‘নালিশ’ জানাচ্ছে! নিয়তির এমন পরিহাসে আদালত চত্বরে তৈরি হয়েছে তুমুল আলোচনা।
কারাগার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও কেটু মিজানের এ মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে গাজীপুরজুড়ে।
তবে তার নৃশংসতার বিচারের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে যা সাংবাদিক সমাজে আশার আলো জাগিয়েছে।






















