দিনাজপুরে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, প্রজন্ম দলের দোয়া মাহফিল।
- আপডেট সময় : ০৯:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দিনাজপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ফকিরপাড়া এলাকার ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয়তাবাদী প্রজন্ম দল, দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেন। আয়োজকদের বক্তব্যে বলা হয়, রাজনৈতিক ভেদাভেদকে বিমুখ রেখে মানবিক দিক থেকে একজন অসুস্থ নেতার সুস্থতার জন্য দোয়া করা উচিত; এমনকি এ ধরনের কর্মসূচি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মপ্রাণ লোকজন, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রজন্ম দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য ব্যতীত সম্পূর্ণভাবে মানবিক চিন্তা থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এতে কেউ বাধা বা বিশৃঙ্খলার আমেজ সৃষ্টি করেনি।
অনুষ্ঠানে বক্তারা আরও জোর দেন—দেশে অসুস্থ প্রতিটি মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা সমাজের নৈতিক দায়িত্ব। তারা আবারও সকল পক্ষকে সহমতের ভাষায় বন্ধুত্ব ও সামাজিক সংহতির দিকে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে বেগম খালেদা জিয়াসহ দেশের অসুস্থ ও বিপন্ন মানুষের সুস্থতা, জাতীয় শান্তি ও কল্যাণের জন্য বিশেষ আকুতি জানিয়ে মোনাজাত করা হয়। দোয়া পর্ব শেষে সাধারণভাবে মিলিত আলোচনা ও ব্যবস্থা শিথিলকরণ শেষে কর্মসূচি সমাপ্ত হয়।























