চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাগপা রাশেদ প্রধান।
- আপডেট সময় : ০৯:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন।
রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে। আগামী নির্বাচনে আট দলের প্রতিক হবে দাড়িপাল্লা, হাতপাখা, রিক্সা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। আট দলের যে কোন একটি প্রতীক পাবেন আপনার এলাকায়, তাঁকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লা।
জাগপা মুখপাত্র বলেন, আমার রংপুর বিভাগে আটটি জেলা আছে, ৩৩ টি আসন আছে। কোন আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমাদের অবহেলিত রংপুর বিভাগকে আমরা এবার জয়যুক্ত হয়ে সকলে মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলতে হবে, আট দলের প্রতীকে সিল মারতে হবে।
রাশেদ প্রধান বলেন, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপে দেখলাম বিএনপির সাথে জামায়াতের ভোটের ব্যবধান ৪ শতাংশ। জামায়াতের সাথে আমাদের ৭ দলের ভোট যোগ করলে বিএনপির পরাজয় সুনিশ্চিত। এবার আট দলের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।

























