মার্চ উইথ নকিবুল হুদার’ গণমিছলে মানুষের ঢল
- আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে স্থানীয় এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণমিছিলে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে বাঞ্ছারামপুরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আজকের এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে—ইনশাআল্লাহ।
গণমিছিল চলাকালে অধ্যাপক নকিবুল হুদা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক শান্তি, সুশাসন, অবকাঠামো, কর্মসংস্থান ও নিরাপত্তা বিষয়ক তাঁর বিভিন্ন পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন।
আমি বিশ্বাস করি জনগণই হলো ক্ষমতার আসল মালিক। যদি আপনারা আমাকে সুযোগ দেন, তবে আমি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই। আল্লাহর ওপর ভরসা রেখে আমি জনগণের পাশে থেকে কাজ করে যাবো।”
গণমিছিলে স্থানীয় বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমজীবী, রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথে পথে সাধারণ মানুষ মিছিলকে স্বাগত জানান।
তিনি শহীদদের স্মরণ করে বক্তব্যের শুরুতে দেশের স্বাধীনতা, গণতান্ত্রিক আন্দোলন এবং অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। বক্তৃতায় তিনি বলেন,
“যদি আমি জনগণের সমর্থনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, তবে বাঞ্ছারামপুরকে একটি সুশাসিত, উন্নত ও আধুনিক জনপদে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করব। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস—কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। শিক্ষা-ব্যবস্থা, সড়ক-আড়াইহাজার টু কড়িকান্দি ফেরিঘাটের সেতু নির্মাণ , কর্মসংস্থানসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সড়কঘাট হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণমিছিলটি সম্পন্ন হয়। পুরো আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
আজকের কর্মসূচির নেতৃত্ব দেন—
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির জনাব আবুল বাশার
সেক্রেটারি জনাব শামিমুল ইসলাম নূর
মাওলানা আলাউদ্দিন সাদি
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























