দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
- আপডেট সময় : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

খুলনা খালিশপুর থানা থানার অন্তর্গত ১৩ নং ওয়ার্ড খিস্ট্রান সম্পাদয়ের উদ্যোগে ব্যাপিস্ট চার্জে দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি সুস্হতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ৫ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায়, এ বিশেষ প্রার্থানার সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খিস্ট্রান কল্যান ফ্রন্টের খুলনা মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক সুজনা জলি, বিশেষ প্রার্থনায় উপস্হিত ছিলেন, পল প্রশান্ত বিশ্বাস খিস্ট্রান ফ্রন্টের সাধারন সম্পাদক, খুলনা মহানগর খিস্ট্রান ড় মধ্যে ছিলেন রিপন ফিরোজ খিস্ট্রান ফ্রন্টের সভাপতি, খালিশপুর থানা,দ প্যারিস ফিরোজ সাধারন সম্পাদক খালিশপুর থানা খিস্ট্রান ফ্রন্ট, এছাড়া প্রার্থনা পরিচালনা করেন প্রদিপ বাড়ই, আরো উপস্হিতি ছিলেন রোমিও ফিরোজ, অপু সরকার, রিনা ফিরোজ, ইরা ফিরোজ, টুইংকেল রায়, ডলি মুনশি,শিউলি সহ এছাড়া বিএনপির নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি’র কাজী সেলিম , শেখ আবুল কালাম , মুকিতজ্জামান , আরিফ সদস্য চেম্বার অফ কমার্স খুলনা,
প্রিস্ন মল্লিক সাবেক ছাত্রদলের সহ সভাপতি খুলনা মহানগর, কাজী আসিফুর রহমান সাবেক যুগ্ম সম্পাদক খুলনা মহানগর ছাত্রদল, সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটি সদস্য খুলনা মহানগর, রাজু আহমেন ১৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সহঃ সভাপতি, গোলাম রব্বানী ১৩ নং ওয়ার্ড বিএনপি,























