বরিশালে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়, যুবদল নেতা কে মারধর
- আপডেট সময় : ০৮:২২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর আঃ মান্নান সরদারের ছেলে হিজলা উপজেলা যুবদল নেতা, চর পত্তনী ভাঙ্গা সাহাবুদ্দিনকে ৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৮ টার সময় মুলাদী উপজেলার চর ডিগ্রী গ্রাম দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পথে মধ্যে স্থানীয় বখাটে সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী বেল্লাল সরদারের ছেলে নয়ন সরদার গংরা রাতের আঁধারে এলোপাথালি কুপিয়ে হত্যার চেষ্টা করে, পরে শাহাবুদ্দিন এর ডাক চিৎকারে বিভিন্ন জায়গার লোক জন এসে শাবুদ্দিনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এরপরে তাৎক্ষণিক মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থা দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল প্রেরণ করেন। অভিযোগ সূত্রে জানা যায় নয়ন সরদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই বেপরোয়া তিনি একটি গ্যাং লিডার তার বিরুদ্ধে বিভিন্ন জায়গার অভিযোগ রয়েছে মাদক কারবারি থেকে শুরু করে সকল অনৈতিক কাজের সাথে লিপ্ত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ এছাড়া নয়ন এলাকার গ্রামের বাড়ি বাড়ি সিলভারের হ্যান্ডি বাতিল থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায় এ ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তাদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে থাকেন।স্থানীয়দের দাবি এই সন্ত্রাসী নয়ন সরদার কে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি।,
























