রংপুর মিঠাপুকুর উপজেলায় ৩ নং ইউনিয়নের মহিষী নারী বেগম রোকেয়ার জন্ম ও প্রয়ান দিবস উপলক্ষে গঠিত ৯ ডিসেম্বরের মেলা কমিটিকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ দীর্ঘ ৩ দশক ধরে বেগম রোকেয়া স্মৃতি ধরে রাখা মহিষি বেগম রোকেয়া স্মৃতি সংসদের অভিজ্ঞ ব্যক্তিরা এবারও বাদ পড়েছে কমিটি থেকে এ কোন সন্ধানে জানা যায় নতুন কমিটিতে এবারো কৃষক দলের পদবী ব্যবহার ৩নং পায়রা বন্ধ ইউনিয়নের চেয়ারম্যানেকে যুক্ত করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় উপস্থিত থাকবেন মিঠাপুকুর উপজেলার ইউএনও মহোদয আরো উপস্থিত থাকবেন জামাত বিএনপি নেতাকর্মী
আরো উপস্থিত থাকবেন এন পি এস ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কর্মীবৃন্দরা। তারিখ---
৬/১২/২০২৫
হাউজ- ৯৬৯ ফ্লোর- ০৩ রোড- ১৫ এভিনিউ ০২ DOHS মিরপুর ঢাকা-১২১৬ বাংলাদেশ ।
Email: durnititalashnewstv2025@gmail.com
Hotline: 01576590858
Whatsapp: 01713780618
২০২৫© সর্বস্বত্ব সংরক্ষিত © দুর্নীতি তালাশ নিউজ টিভি