পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম মহোদয়ের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ২টা ৩০মি: পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে জেলা পুলিশের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফরহাদ হোসেন, ডিআইও ১ ডিএসবি জেলার বিভিন্ন গণমাধ্যমের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশা পাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চান তিনি।
তিনি বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ হয় এই জন্যই এতো আয়োজন । এস পি পরিবর্তন, ওসি পরিবর্তন। সংসদ নির্বাচন কে সুন্দর করে করার জন্য। যাতে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরী করে দিতে পারি।
এ নির্বাচনকে সঠিক ভাবে সম্পন্ন করা জন্য যে পরিবেশ দরকার। আমরা সুন্দর পরিবেশ তৈরী করে দিতে পারি। মানুষ যাতে সুন্দর ভাবে ভোট দিতে পারে। সেই পরিবেশ টা তৈরী করে দেয়া আমাদের কাজ। আমরা আপনাদের সাথে নিয়েই সেই কাজ করবো।
এ সময় সাংবাদিকরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






















