খুলনা শহরে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা লাইসেন্সবিহীন ইজিবাইক ও মটর চালিত রিক্সার যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে
মোঃ শাহ নেওয়াজ//
ডেক্স রিপোর্ট //
দুর্নীতি তালাশ নিউজ টিভি
এটা খুলনা শহরের দৌলতপুর ট্রাফিক মোড়ের দুপুর দুইটার চিত্র । মনে হচ্ছে আমি রাজধানীর গুলিস্তানে আছি। কিন্তুু না লাইসেন্স বিহীন ইজিবাইক ও অটো রিক্সা শহরের যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাই দৌলতপুরবাসী প্রশাসন ও খুলনা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে লাইসেন্সবিহীন ইজিবাইক ও ইঞ্জিল চালিত রিক্সা গুলোকে প্রধান সড়কে গাড়ি চালাতে না দেওয়া হয় এতে করে শহরে যেমনি করে যানজট সৃষ্টি করে এবং পাশাপাশি সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনায় শিকার হচ্ছে ভুক্তভোগীরা এটাই মনে করছে।
মন্তব্য করুন