কাঁঠালিয়ায় জিয়া মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত
মো.নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা গোলাম আজম সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সহ-সভাপতি খায়রুল আলম খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির, কৃষক দলের আহ্বায়ক মালেক তালুকদার ও সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন এবং মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন। সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি মো. বাদল হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন সিকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। তারা তৃণমূল থেকে এ কর্মসূচিকে ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ০৫জুলাই ২০২৫
মন্তব্য করুন