ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার ২ জন।
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ স্কফ সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে র্যাব ও থানা পুলিশ। অভিযানে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজন পলাতক রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুলাই) রাত আনুমানিক ২ টা ৫ মিনিটে বিজয়নগর থানার কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬০ বোতল স্কফ সিরাপসহ মোঃ জুনায়েদ চৌধুরী (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। সে নোয়াবাদী এলাকার আশিক চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
একই দিনে ভোর ৬ টা ১০ মিনিটে কসবা থানা পুলিশের একটি চৌকস দল কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানকালে মোঃ সুমন মিয়া (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানে তার সহযোগী তিন আসামী—আক্কাছ মিয়া (৪০), মোঃ মতিন মিয়া (৩৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৮)—পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন