মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত।
ছাদিকুর রহমান (সাব্বির)
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজ ২৮ জুলাই ২০২৫, রোববার দুপুর ১২টায় বড়লেখা পৌর শহরের সাফরান হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র জননেতা ফয়জুল করিম ময়ুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী মানসিকতার ব্যক্তি বিএনপির কমিটিতে স্থান পাবে না। দলীয় আদর্শ ও নীতির বাইরে কেউ গেলে, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।”
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাসিন উদ্দিন মাসুক এবং আবদুল হাফিজ।
সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জয়নাল আবেদিন চেয়ারম্যান এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী ও যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খছরু।
সভায় আগামী ১৬ আগস্ট ২০২৫ বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে ইউনিয়ন পর্যায়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ:
আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন, হাজী আনোয়ার উদ্দিন, ফখরুল ইসলাম সুনু মিয়া, আব্দুল কুদ্দুছ স্বপন, সাইফুল ইসলাম, মঈন উদ্দিন, আব্দুল গণী, জামিল আহমদ, এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন